ইন্দ্রজাল
- পারভেজ আহমেদ সাগর ১১-০৯-২০২৪
চোখের দৃষ্টিসীমায় যে নেই
সে মনের অলিগলিতে থাকে-
লোকে ছড়িয়ে মিথ্যা সংবাদ
রোজ বিভ্রান্ত করছে তাকে ।
প্রেমে হন্নে হয়ে আমি ছুটি
সে হারিয়েছে কার ডাকে
খুঁজে পাবো তাকে কোথায়?
অনেক কথা বলা আছে বাকি।
তার চোখের ইশারায় ফাঁকি
ঘুরে ফিরে পাখির মতন,
তাকে ধরে কিভাবে রাখি?
খাঁচায় বন্দী পাখির মতন!
আমি ছেড়ে দিয়েছি তারে তাই
হউক মনটা ভেঙ্গে চৌচির,
তবু থাকুক মুক্ত পাখির মতন
তার হাসি মুখটিা দেখতে চাই।
তারে ঘুমের ঘোরেও খুঁজি
তবু ছুটে চলে অজানা ডাকে -
যেন ঘর ছাড়া যাযাবর পাখি
আমি চাঁদ এনে দিব কাকে?
তুমি থেকো তবে খুব বেশ
আমি হেঁসে হেঁসে মরে যাবো,
তোমার মুক্ত জীবনের মাঝেই
আমি মরেও বেঁচে রইবো।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।