বিবর্ণ রং
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
সময় যেন হারিয়ে যাচ্ছে আবার
তবুও শত আবদার বায়না ধরে,
স্বপ্নগুলো সত্যি করার প্রত্যাশায়।
কখনো স্বপ্নের স্রোত ভাসিয়ে নেয়
মাঝ সমুদ্রের গবীরতম বারমুডায়,
চারদিকে শুধু হাহাকার দেখা যায়
তীরে ফিরবে বলে স্বপ্নেরা ভাবে ;
কোথাও কোন রাস্তা নেই পালাবার
মাঝ সমুদ্রে তলও নেই দাড়াবার।
স্রোতের টান তলিয়ে নিতে চায়
ভরাডুবিতে যেন প্রাণ যায় যায়,
তবুও স্বপ্নেরা অজান্তেই বাসা বাঁধে।
খুব প্রশ্ন জাগে আগন্তুকের মনে!
নিরাশ হয়ে মনে বুনে নতুন স্বপ্ন,
তীরে ফিরবে বলে আশায় বুক বাঁধে।
পূর্বের স্বপ্নেরা হঠাৎ মাথাচাড়া দেয়
আগন্তুক অবাক হয়ে খুব ভাবে,
স্বপ্ন বোধহয় এবার প্রাণ নিবে তার
অতীতের স্বপ্ন করেছিল কত অনাচার!
আগন্তুক স্বপ্নকে উদ্দেশ্য করে বলে,
হয়তো সত্যি হয়ে বাস্তবে রূপ নাও
নয়তো চিরতরে স্মৃতি থেকে মুছে যাও।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।