মাতাল মানুষ
- পারভেজ আহমেদ সাগর ১১-০৯-২০২৪

মাতালের মস্তিষ্ক খুবই বিকৃত
জুলুমের ভয়ে হয়ে আছে ভীত,
তারা শুনেনি গল্প আলীর (রা.)
জবাব দিতে পারে না গালির।
তাদের ভীষণ দুর্বল ঈমাণ
তারা কখনো করেইনি দান,
মুখে আবু বকর(রা.)এর ভক্তি
আমার মাথায় ধরে না যুক্তি!
কেউবা মুহাম্মদ(সা.)এর ভক্ত
জানেনা কোনো নামাজের ওয়াক্ত,
আমি অবাক চোখেতে দেখি
আমলে তারাই মারে ফাঁকি।
কেউ আবার হয়ে নেশাগ্রস্ত
বদ আমলে সদা থাকে ব্যস্ত,
লাউডস্পিকারে বাজিয়ে বীণ
নাচে তাক ধিনা ধিন ধিন।
কারো মা কালিতে বিশ্বাস
যিনি ছিলেন অসুরের ত্রাস,
ভালদের রক্তে হলি খেলেও
দেয় মিছে নিরাপত্তার আশ্বাস।
কেউ মানছে মুসা(আ.)কে খুব
সবি তাবুতে সাকিনার লোভ,
নির্বিচারে মানুষ মারছে
যেন দুনিয়াতেই সব সুখ !
অনেকেই নাম মাত্র খ্রিস্টান
তারা রাখেনা যীশুর সম্মান,
মরুর মানুষ অকারণে মেরে
কাঁদাচ্ছে ধরার সব মুসলমান!
কিছু আছে নামেই বৌদ্ধ
কারনে-অকারণে হয় ক্ষুব্ধ,
রাইফেল রিমোট হাতে নিয়ে
লাগাতে চায় মহাযুদ্ধ যুদ্ধ।
কারোর পরনে জিন্স আর শর্টি
নিষেধ থাকতেও দেখায় বডি,
কেউ লাগায় ভ্রু-দাড়িতে ক্ষুর
সাজতে চায় মিছে বাহাদুর।
কারোর চুলে রং এর বাহার
অসৎ পয়সায় করে আহার,
করে সেই টাকাতেই দান
সাজতে চায় খাঁটি মুসলমান!
কেহ চালায় গ্রেনেড-রিভলবার
লুটে গরিব-আসহায়ের আহার,
কাটে ছুরিতে গলা আর ভুঁড়ি
যেন প্রকাশ্যেই ডাকাতি-চুরি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।