আবুল
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
গাছে ভরা শত কুল
দেখে রাখে কোন আবুল,
প্রাত্যহিক পাহারা দিয়ে
কানাকড়িও সে পায় না ,
লোভে লোক লাগিয়েছে
চায় না শ্রমের ময়না।
দিনে যায় পাহারার ধুম
রাতে আবুল দেয় ঘুম ,
তখনি কোন খাদক এসে
কুলের ছড়ায় দেয় চুম।
কতক বৃক্ষে থাকে পোকা
কুলের ভেতর করে ফাঁকা,
পাকা কুলের মধু খেয়ে
দেয় যে উড়াল বুম!
নষ্ট এসব কুল দেখলেও
দাঁড়ায় না বুদ্ধিমানের লোম।
বোকা খুঁজে পায়না আহার
তার জন্য সবই খাবার-
আবুলের মুখে ফুটে হাসি
খেয়ে সবই করে সাবাড় ;
ক্ষুধার চাপে বাধ্য হয়েই -
দিচ্ছে উল্টো বায়না ।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।