পণ্য
- পারভেজ আহমেদ সাগর ১১-০৯-২০২৪

গরিবের মাঝে যায়না দেখা
বিত্তশালীদের সাথেই বাস,
ঘৃণার রাজ্যের রাজা-রাণী
শুধুই অহংকারের নটরাজ।
অর্থের কাছে হচ্ছে বিক্রি
কাজে ন্যায় ও সততা নাই,
অদূরের হবে নরকের লাকড়ি -
তারা ইবলিশের জাত ভাই।
টাকার সামনে খুবই সস্তা
ইজ্জত বিলিয়ে হচ্ছে ধন্য,
হীরে ভাবেলেও তারাই দস্তা
নামে মানুষ কাজে শুধু পণ্য।

প্রকাশকাল
৩ সেপ্টেম্বর ২০২৪
[১৭ ভাদ্র ১৪৩১]

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।