বেলীফুল
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
বেলীফুলের মিষ্টি সুঘ্রাণ
আকুল করে মন,
ছাদ,বারান্দা কিংবা আঙ্গিনায়
করা যায় রোপণ,
গ্রীষ্ম কিংবা বর্ষা শেষে
করা হয় কলম,
গাছ লাগিয়ে ব্যথা পেলে
আছে যে মলম।
ফেব্রুয়ারী থেকে জুলাই মাসে
পাওয়া যাবে ফুল,
কেউ বানায় মাথার খোঁপা
কেউবা কানের দুল।
সুই সুতার গাঁথুনি দিয়ে
কেউ গাঁথে মালা,
কিসের স্বর্ণ কিসের হীরে
বেলীতেই হবে বালা ।
উদ্ভিদ জগতের জেসমিন গণের
সুন্দর একটি ফুল,
মল্লিকা নামে এটাকে ডাকলে
কেউ ধরে না ভুল।
জেসমিনিয়াম সাম্বাক ডাকে
বৈজ্ঞানিকের দল,
এরাবিয়ান জেসমিন নামে
ইংরেজের দখল।
খোদাতায়ালার মহান সৃষ্টি
কতোই চমৎকার!
বেলী ফুলের সুভাস নিতে
মন চায় যে বারবার।
প্রকাশকাল
৩ সেপ্টেম্বর ২০২৪
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।