বৈষম্য
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
তুমি বোধহয় সুখেই আছো
আমি যেমনি থাকি।
তোমায় দেখিনি বহুদিন হলো
হাতে হাত রাখা বাকি।
আমি কি আর আছি বসে!
কপালে চিন্তার ভাঁজ,
তুমি যদি পাশে এসে দাঁড়াও
দেবোনা কোন লাজ ।
করেছিলে তুমি অসংখ্য ভুল
চিন্তা করে দেখো,
হোমো ইকোনোমিকসে অনার্স সহজ
ডিমের ছবি এঁকো!
চেহারায় নূর আসবে ফিরে
ভেবোনা তুমি আর,
ভুল যদি হয়ে যায় আমার
মাঝে মাঝে দিও ছাড়।
মাথা উঁচু করে হাটবে তুমি
মুচকি হাসি হেসে,
কোন আবদার মনে জাগলে
বলবে কাছে এসে।
কষ্টে আছে অগণিত মানুষ
কোটিপতি হয়ে,
আল্লাহ তবে ভালোই রেখেছে
যাচ্ছি সবই সয়ে।
কেউবা আবার গাছের নিচে
আছে মহা সুখে,
প্রভুর কাছে শুকরিয়া জানাও
শান্তি লাগবে বুকে।
প্রকাশকাল
১৭-৮-২০২৪
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।