বোবা রাজকুমারী
- পারভেজ আহমেদ সাগর ১১-০৯-২০২৪
প্রকৃতি আজ ম্লান হয়ে আছে
আকাশটা ভীষণ গম্ভীর,
সূর্যটা ভয়ে লুকিয়ে গেছে
বায়ুমন্ডল যেন অস্থির।
উড়ে যাচ্ছে সবই যেন
সাত সাগরের নিন্মচাপ,
টর্নেডোটা এসে গেছে বুঝি
শুরু হয়ে গেছে দৌড় ঝাঁপ।
উষ্ণতাটা বেড়ে গেছে খুব
চাঁদ গেছে পৃথিবী ছাড়ি,
নীলচে আকাশ আড়ালে গেছে
মেঘেরা হয়ে গেছে ভারী।
প্রেম-ভালবাসা লোপ পেয়েছে
বাচ্চাদের গোমড়া মুখ,
কথা বলা বলি বন্ধ হয়ে গেছে
নোনাজলে ভরেছে চোখ।
সব বুঝেও অবুঝ তুমি
বোবা হে রাজকুমারী,
খোদার কাছে নালিশ দিয়েছি!
তোমার সাথে আড়ি।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।