নাকাল
- পারভেজ আহমেদ সাগর ১১-০৯-২০২৪

তীব্র দাবদাহে পুড়ে নাকি সব ছাই
সবে তাই বৃষ্টির দরখাস্ত জানাই,
চারদিকে কান্নার শব্দ শুনতে পাই
ঝড়ের তান্ডবে কিছু আস্ত বুঝি নাই!
শরীরকে আরাম দিতে পরিবেশ ছাই
তবুও যে যার মত আবেদন জানাই
রোদ,বৃষ্টি বা শীত কোনটা ই বা চাই -
বোধহয় মোদের দোয়ায় বরকতই নাই।
আল্লাহ বলেননি করতে সব গবেষণ
খোদাকে ভুলে করেছি বিজ্ঞানকে বরণ,
দুর্যোগ এসে যখন ভেঙ্গে দিচ্ছে মন
তখনই আবার করি খোদাকে স্বরণ।
আরামে আরামে দেহে জমেছে চর্বি
কাজ ও খেলা ফেলে দেখি যত মুভি,
পেট্রোল-কয়লার নকল বাতাসে ডুবি
তোমরাই ভাল-
আমিই তবে বন্ড এক বেয়াদব কবি!!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।