গ্রেজুয়েট
- পারভেজ আহমেদ সাগর ১৩-০৯-২০২৪

চাওয়া পাওয়ার নেইকো সীমা
না পেলেই বেরোয় শব্দ বোমা,
কিছু ইচ্ছার পূর্ণতা দিতেই
সময় না খুঁজে পাই।
বয়স কবে পরলো যে পাঁচ
মা-বাবা গায়ে দেয়নিও আচঁ,
খেলাধুলা করেও কখন
বুলি শিখে যাই।
হঠাৎ দেখি স্কুল ব্যাগ
বই-খাতা আর পেন্সিল এক,
রঙ্গিন স্বপ্নে বিভোর হয়ে
পাঠশালা খুঁজে পাই।
বর্ণমালায় সব ভাষার প্রাণ
ইংরেজি পারলে সবাই মহান,
সমাজ বিজ্ঞানের সাথে আবার
ধর্মও পড়ে যাই।
প্রাইমারী গেল খেলাচ্ছলে
হাই স্কুল কতোই কষ্ট দিলে,
কলেজ লাইফে যেয়ে জীবন
ছিন্ন বিচ্ছিন্ন হায়!
টেকনাফ টু তেতুলিয়া যাই
এডমিশন টেষ্টে চান্স তবুও পাই,
ভার্সিটিতে চান্স না পেলে -
বাসায় যে ঠাঁই নাই।
বিশ্ববিদ্যালয়ে চান্স যে হলো
জীবন এবার ফিরে এলো,
বাসা থেকে পরিবারের যেন
কোন ভ্রুক্ষেপ নাই।
পাঠ্যবই হঠাৎ বিদায় দিল
রঙ্গিন জীবনের রং পাল্টালো,
পঁচিশ বছর পড়েও যেন
চাকরি নাহি পাই।
মাথার ঘাম পায়ে গড়ালো
রিজিক তবে দেখা দিল,
নতুন সংসার সৃষ্টি করে
জীবন কেটে যায়।
এটাই জীবন গ্রেজুয়েট দের
সময়ের চাকা ঘুরছে যে ফের
মানতে খুব কষ্ট হলেও-
গ্রাজুয়েশনটা তাই!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।