ময়মনসিংহে এক ভোর
- পারভেজ আহমেদ সাগর ১১-০৯-২০২৪

খোদার আদেশে হয়েছে উদয়
আলোক জ্বেলেছে সূর্যি,
মাঝি মল্লা করে হৈ-হুল্লোড়
কাপড় সেলাইছে দর্জি ।
মুসলিম যাচ্ছে মসজিদেতে
মন্দিরে পূজিছে মুচি,
শিশুদের হাতে কায়দা দেখে
আমি আজ মহাখুশি।
পক্ষীকূলে করে কলরব
গেয়ে সুমধুর গান,
শুধিলে ইহারা উত্তর দেয়
আল্লাহ এক মহীয়ান।
দিবাকরে তাকিয়ে থাকি
হঠাৎ দেখি দুটি শিং,
মানুষকে সে গোনাহ করাবে
বাজিয়ে বিষাক্ত বীণ।
লোকজন সবে যাচ্ছে সেথায়
যেথায় তাদের কাজ,
কেহ সেজেছে পথের ভিখারি
কেউ আবার মহারাজ।
গল্প ছেড়ে বাবু সাহেব বলে
মচমচে পিঠা ভাজ,
পথিমধ্যে নাকে আসে-
ভাপার মিষ্টি সুবাস।
ঘোড়ার গাড়ি দ্রুত যায়
বকরি নাচে তিড়িং বিড়িং,
স্মৃতি হয়ে থাকবে মনে
এই ভোরের ময়মনসিংহ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।