সুখদুখ
- অনুপমা আজিজ সাদিয়া ১১-০৯-২০২৪

আছে যতো সুখ দুঃখ আনন্দ কষ্ট,
নেই তার বাহ্যিকতা, অনুভুত করে ষষ্ঠ ।
হৃদয় একটা বাগান, করে সুখের চাষ,
সারাদিন যাচিয়া বাঁচায় মোদের আশ।
যখন সেথায় বুনিবে দুংখের চারা,
দেখবে তখন সকল ক্লিস্ট দিচ্ছে সারা।
সুখ সুখ খুঁজিতে মরিয়া হয়ে ছুটি,
কিন্তু নিয়তি পরে সুখ-দুংখ দুই জুটি।
দুংখ যাচন করিছো সানন্দে অন্তরে,
তাই মনে ধরিলে পাইবে কী সুখ পক্ষান্তরে?
ভাবনা তোমায় করিবে সুখী,
ঘুচিবে আছে যতো দুংখ মেকী।
যদি না থাকে হাবিলাস নিজের তরে,
আসিবেনা কোনো সুখ জীবন পরে।
তাই বলে করিব চাষ মিথ্যা দুঃখ,
হারাইবো জীবনের অনুভূতি সুক্ষ্ম।
খুঁজিয়া দেখো পাইবে তাহা আপনা মাঝে,
দুংখ ভুলিয়া মন দিলে নিত্য নতুন কাজে।
আসিবে যখন কর্মচাঞ্চল্যের ব্যস্ততা,
মেকি দুঃখকষ্ট হইবে তখন সস্তা।
তবে দুঃখই মোদের বাঁচিয়া রাখে,
সুখের দিন আসিবে কবে? সাখে সাখে।
এমন দুঃখের করোনা পালন,
যাহা করবে সমগ্র সুখ বিসর্জন।
উর্বর মনে যাহাই করিবে বপন,
তাহাই হইবে সফল ফলন।
দুঃখ চাষ করিলে তাহা হবে ডালি ডালি,
সুখের বীজ বুনলে আফসোস হবে খালি।
সুখ কিংবা দুঃখের এর জীবন জালি

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।