একক নীতির আঁচড়
- অনুপমা আজিজ সাদিয়া ১৪-০৯-২০২৪

আমি বুঝি নাকো সুশাসন রাজনীতি-
দীর্ঘ সারে ষোল বছরে দেখি নাই সুনীতি।
এতো দিন দেখিয়াছি স্বৈরাশাসনের আইন,
না জানি কোত্থেকে পাইতো বেনামিরা জামিন।
যুগের পাকে হারিয়েছিলাম মোরা ভাষা,
কত বিপ্লবী প্রাণ দিলো নিয়ে মনে আশা।

আমি বুঝি নাকো সুশাসন রাজনীতি-
নিস্তব্ধ কোটরে নিদারুণ কষ্টে জ্বলত একটা বাতি।
অঘোষিত যুদ্ধে রাত্রি যাপিত হলো সারাবছর বাঙ্কারে,
স্বজন ছাড়া কেবা জানিত? কেউ আছে অন্ধকারে।
কখনো পৌঁছায়নি তাকবির-আযানের ধ্বনি,
দোসরসব গণহত্যা,প্রেতাত্মা,জুলুম, সংকেত অশনি।

আমি বুঝি নাকো সুশাসন রাজনীতি-
বছর কয়েক দেখেছি শুধু দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।
কৃষকের চামড়া দিয়ে ব্যবসা করিত মিলার,ডিলার,
সিন্ডিকেটের বেড়াজালে, কে ছিল? কথা বলার!
স্টোরেজ রাখিয়াও হইতো কোটি টাকার আমদানি,
অসহায়ত্বের কবলে দেশী পণ্য যাইতো কমদামি।

আমি বুঝি নাকো সুশাসন রাজনীতি-
আইন-আদালত, দেশ-বিদেশে যে শুধুই দূর্নীতি,
সামান্য ভর্তুকিতেও কামড়াকামড়ি ইউনিয়ন বোর্ডে,
আসামীরাও পাইতো বাহাতে খালাস জেলার কোর্টে।
মামলা তদন্তে! চোখ বুজে বধির ছিল প্রশাসন,
সুশাসন মন্ত্রে দিক্ষিত হয়ে চালিয়েছে অপশাসন।

আমি বুঝি নাকো সুশাসন রাজনীতি-
দেশটা এখন অসার পড়ে, নেমেছে দূর্গতি!
আজকের নবজাতক কিছু না জেনেও সে ঋণী,
কালোটাকায় হয়েছে কতক সুশীলসমাজ ধনী।
উইপোকা যেমন কাঠ খেয়ে ভিতরে করে শুণ্য
দেশটাও আজ রিক্ত! কোটের মোড়কে জাঁকজমকপূর্ণ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।