উচ্ছ্বাস
- পারভেজ আহমেদ সাগর ১৩-০৯-২০২৪

তুমি দেখতে কিন্তু খুব বেশ
আছে গাল ফুলা অভিমান,
তোমার কানে দিবে ঝুমকা
মুখটা করে রেখোনা ম্লান।
তুমি সত্যিই অনেক বোকা
সবই ভাবলে নিছক নাটক,
তোমার মুখেই হাসি ফুটবে
যেদিন পাঠিয়ে দিবো ঘটক।
আমি ভেবে পাচ্ছিনা কিছু
তুমি এত বোকা হয়ে গেলে,
সবাই মন ভেঙ্গে দিচ্ছে যেন
ভীষণ অমানবিক খেলাচ্ছলে।
আমি এতেই হয়ে গেছি ভীতু
আমি তোমায় ভালবাসি খুব,
তোমার কান্নার কি আছে হেতু?
ছিলে বারান্দায় বসে নিশ্চুপ!
শেষ করে ফেলো গ্রাজুয়েশনটা
আমি অভিমান করবো লোপ,
তুমি ঘরে বসে রান্না করবে
তোমায় সাহায্য করবো খুব।
তুমি ভ্রমণের বায়না ধরবে
আমি দেখবো কতশত স্থান,
পুরো পরিবার মিলে ঘুরবো
আমি রাখবো তোমার সম্মান।
আমি তোমাকেই দেখি বারবার
আমার গ্যালারির ফটো ঘেটে,
তোমায় দূর থেকে দেখা যায়না
তাইতো বসিনা আর বারান্দাতে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।