জেলখানা
- পারভেজ আহমেদ সাগর ১৩-০৯-২০২৪

চারদিকে আছে শুধুই সুউচ্চ দেয়াল
পুলিশ মেটায় সেথা অপরাধীর ঝাল,
অন্যায় করে যারাই দেখায় বাহাদুরি
হাত পায়ে থাকে তাদের রশি বা ভেড়ি-
পুলিশ তাদের করে থানায় অর্পণ
কেউবা ধরা খায় লুটে লোকের ধন।
মাদকের আড্ডায় থাকে যারাই বসে
পুলিশ সাহেব তাদের বাঁধে খুব কসে,
র‍‍্যাবেরা ধরে আনে বড় স্মাগলার
আদালত দেয়না তারে একটুও ছাড়!
সেথা থাকে অস্ত্রধারী বড় সব খুনি
হউক তারা প্রভাবশালী বা খুব ধনী,
অন্যের ভূমি যারা নিয়ে যায় লুটে
খবরের কাগজে তাদেরই নাম রটে।
কেউবা ছিনিয়ে নেয় গহনা বা দুল
পুলিশ ধরতে তারে করেনাকো ভুল,
মেয়েদের ছলনায় কেউ যায় মারা
আজ বা কাল তারা খায় ঠিক ধরা।
কৌশলে লুটে কেউ নারীর ইজ্জত
কোথাও নেই তাদের পালাবার পথ,
চুপিচুপি কেউ করে খুব দুর্নীতি
কোর্ট টানে তাদের চাকরির ইতি।
শিশুদের ধরে কেউ বিদেশেতে বেঁচে
নারী-পুরুষ পরে এই চক্রের প্যাঁচে,
সি আই ডি গোপনে ফেলে রাখে ফাঁদ -
অপরাধীদের ধরে ভেঙ্গে দেয় দাঁত।
চালান ঠেকাতে দেখে বিজিবি বর্ডার
মাদক দেখলে তারা করে ক্রসফায়ার,
আর্মিরা দিচ্ছে জীবন এ দেশ রক্ষায়
তাদের কোন কাথার বিরুদ্ধে না যাই।
নৌবাহিনীর চোখে না আসে কভু ঘুম-
অন্যায় করলেই ফাটিয়ে দেয় বোম,
বিমানবাহিনীর কাছে আছে মিসাইল
দেশের আকাশে এলে দিতে হবে বিল।
দিবারাত্র জেলে চলে বহুমুখী কাজ
পুলিশ কয়েদিদের রোজ দেয় লাজ।
কষ্টের সাথে যাবে বংশের ইজ্জত
অন্যায় করার আগে নিবে মতামত,
আপরাধীরা সবে নীরবে ভেবো রাতে
যেতে যেন না হয় এই জেলখানাতে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।