ফুলের রোদন
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪

সুন্দর সকল সুবাসিত পুষ্পে
মিষ্টি মধুর ছড়াছড়ি,
কিছু হয় লাল,নীল ও হলুদ
কিছুতে সবুজ বাহারি।
কিছু চাষ হয় বাসা-বাগানে
কিছু হয় বন্য-পাহাড়ি,
ভালবেসে তা প্রিয়জনে দেয়
সুসজ্জিত করে বাড়ি।
সৌন্দর্যে কেহ মুগ্ধ হয়ে যায়
কানে গুঁজে চুল ছাড়ি,
কেউবা ফুলের সুবাস নিচ্ছে
কেউ সাজাচ্ছে গাড়ি।
কিছু জীবেরা করছে যে খুব
মধু নিতে কাড়াকাড়ি,
ফুলের সুবাসে সাপেরা মাতাল
চাঁদ থেকে নামে পরী।
ফুলেরা হলো পবিত্রতার প্রতীক
সুগন্ধে যায় বুক ভরি,
লক্ষ কোটি শুকরিয়া খোদা
হাজারো দোয়া করি।
সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন মোরে
নেই আর কোন আড়ি।
ফুল হিসেবে কভু পাঠাতে যদি
যেতাম পৃথিবী ছাড়ি!
নির্ভীক ফুল সেবিছে বহু কাল
নিয়ম যদিও কড়াকড়ি,
অগণিত কষ্ট আর কান্নার মাঝেও
দেয়না কভু আড়ি ;
খোদার আদেশ সদা মেনে চলে
করেনা বাড়াবাড়ি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।