নির্লজ্জ কবি
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
তুমি ভাবতে পারো মোরে অপদার্থ
আমি আমরা কাঠেরই এক ঢেঁকি,
আমি ফল দিতে পারিনা তাই পার্থ
অযথা আমলে মারি না ফাঁকি।
আমি মানুষরূপী হয়েও জানুয়ার
আমি সব প্রতিযোগিতায় নিকৃষ্ট,
তুমি রোজই দেখ আমার ব্যবহার
আমি ভীষণ জেদি, অকল্পনীয় দুষ্ট!
আমার নেই হিংসা,ঘৃণা বা ক্লেশ
হচ্ছি তব বিরহে ক্রমেই নষ্ট,
অতি সাধারণ তাই আছি খুব বেশ-
কেউবা আমায় বলে থাকে দিক ভ্রষ্ট।
আমি ভালবেসে প্রিয় হবো সবার
যেন হয়ে যাচ্ছি ভীষণ ক্লান্ত,
রোজ আমাকে নিয়েই হয় দরবার
তুমি বিহনে আমি খুব সর্বশান্ত।
আমি আল্লাহর পাপী কৃতদাস
করতে চাইনা অসৎ কারবার,
মনে করবো তোমার সুখ চাষ
তুমি সান্ত্বনা দিবে বারবার।
তুমি পবিত্র, প্রেমময় নন্দিনী,
আর আমি- হা হা হা
ফ্লার্ট করে করেছি শত মন চুরি,
তব ভালবাসায় পবিত্র মোর ধরণী -
মন চুরি করে করবোনা বাহাদুরি!
আমি বাঁধাতে ছাড়িনা দীর্ঘশ্বাস
মনে আকিঁ তোমার জ্যান্ত ছবি,
তব প্রেমেই শিখেছি নিতে নিশ্বাস
আমি ভালবাসি তাই নির্লজ্জ কবি।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।