নোনাজল
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪

সাগর হতে বয়ে চলেছে অবিচল,

জগৎ জুড়িয়া সবাই জানে

সুপরিচিত নোনা জল ।

মেঘ হয়ে উড়ে ভেসে যায় বহু দূরে

প্রচন্ড উত্তাপে পাখা খসে পরে;

ঠাঁই হয় হিমালয়ের পাদতল ।

যেন শেষ আশ্রয় স্থল !

রিক্ত সিক্ত জমে আবৃত আমৃত্যু অচল,

যেন শেষ আশ্রয় স্থল!

সূর্যি মামার উদয় কালে ফুলে ফেঁপে হয় লাল,

আর বুঝি বাঁচা হবে না মৃত্যু অকাল!

ক্ষানিক বাদে তাপে গলে বয়ে চলে অবিচল ;

সুপরিচিত নোনা জল ।

অতীত ভুলে প্রবাহমান সুপেয় পানি,

লোকে তখন আদর করে ডাকে স্রোতস্বিনী ।

হঠাৎ রূপ বদলে ফুলে ফেঁপে উঠে,

কোথা থেকে আসে যেন উর্মিমালার দল!

সুপরিচিত নোনা জল।

ঘরের পরে ঘর ভেঙ্গে দেয় গ্রামের পরে গ্রাম,

বাকি থাকে না গির্জা, মন্দির বা ইবাদাতখানা!

ফুঁপিয়ে কাঁদে মসজিদের ইমাম।

সূর্যি মামা ভীষণ ক্ষেপে দেখায় আগের রূপ ,

উর্মিমালা বাষ্প হয়ে হাওয়ায় দেয় ডুব ।

সীমাহীন তার চলার পথ ভেসে চলে অবিচল,

এবার তাকে আর কে আটকায়!

সুপরিচিত নোনা জল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।