অযাচিত প্রত্যাশা
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
শখের বসে বানাচ্ছি বাড়ি
ঘৃণাও নয়, নয় বাহাদুরি,
অপছন্দের যত সব নারী
আমি কেন তুলব বাড়ি?
আমার মনে হচ্ছে তবে-
খেয়েছি মদ কিংবা তাড়ি।
ভণ্ডামি সব বদ দিয়েছি
সেভ বাদে রাখলাম দাড়ি,
তোমরা তবে চাইছ সবাই
নামাজ ছেড়ে মাদক ধরি!
আমি কিন্তু ভীষণ জেদি,
মূসা (আ:)কে রোজ পড়ি।
তোমরা জোর করলে পরে -
যাব এবার এই দেশ ছাড়ি।
কেউ পাবে না আমার দেখা
চারপাশটা থাকবে ফাঁকা,
কারো কাছে আমি না হারি (আল্লাহ ব্যতীত)
পরে রবে সবার বাহাদুরি।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।