ঘাড়ত্যাড়া ভাই
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
টিং টিং সাইকেল চালাই
আমি কালা ভূত,
সাইকেল চালাবো বায়না ধরছে
ছোট কাকার পুত।
কইলাম তারে দিতাম নারে
পিছনে চইরা ব,
সে বলে ভাই দিবি নাকি তাই
সত্যি কইরা ক।
আমি কইলাম পাঁজি হইছস
জান রাখতাম নারে,
উত্তর দিছে আমারে মাড়লে
খেলবি নিয়া কারে!
আবার কইলাম কাম আছে ভাই
তারাতাড়ি পিছে উঠ,
রাগে চেইত্তা আমারে কইলো
বালু মারমু এক মুঠ ।
আমি কইলাম চালাবিই যহন
ধর তাইলে কাকার পুত,
এক মিনিট খারবা নাকি ভাই
ধরছে আমার মুত।
দেরি করবিনা রাস্তার পাশেই
মুইত্তা আয়া পর,
যাইতাছি ভাই তাইলে ইট্টু
ইস্কুল ব্যাগটা ধর।
আমি কইলাম মেলাক্ষণ অইছে
তাড়াতাড়ি আ অহন,
কাইন্দা কাইন্দা আমারা কয়
ভাইঙ্গা দিলা মন।
দেরি হইতেই কইলাম তারে
এইডা কি তার ঘর!
চেইত্তা যায়া কয় আমারে
মারমু একটা চর।
রাগে কইলাম আইজ পাইতিনা
ইস্কুলের ব্যান গাড়ি,
সবার শেষে আমারে কইলো
আমি কি চালাবার পরি?
শেষেমেশে আমি কইলাম ভাই
দেড়ি কইরা দিলি ছেরা,
আমারে বলে ছুডু থেইক্কাই আমি
বিরাট ঘাড়ত্যাড়া।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।