কালবেলা
- অনুপমা আজিজ সাদিয়া ১১-০৯-২০২৪

উদয়,
রোজ দুপুরে, ফুল পুকুরে বসতো খেলার মেলা,
বিকাল গড়িয়ে সন্ধ্যে নামলে হতো আঁধার বেলা,
মাঠ পেরিয়ে নদীর ঘাটে ভিরতো নিয়ে ভেলা,
শৈশব, কৈশোর পেরিয়ে ওইসব দিন এখন ফেলা।

দ্বিপ্রহর,
লাঙল জোয়াল কাঁধে নিয়ে কৃষাণি সরাব মাঠে,
আরেক দল যাইতো বনে আঘাত করিতে কাঠে,
মরুর রৌদ্র তপ্ত দুপুরে জিরাইতো বটের বাটে,
অষ্টপ্রহর গড়িয়ে সাঁঝের বাতি নিভিয়ে দিনকাটে।

অস্তমিত,
চোখের ছানি,মনের গ্লানি, মাথা চাড়া দেয় যখন,
তসবি কলমা গুণতে গুণতে আজরাইল আসে কখন,
সূর্যাস্তের অবেলায় ভঙ্গআত্মা খুঁজে বেড়ায় পরিজন,
আকুতি, মিনতি, নিয়তি, চিরায়তিতে বিপন্ন জীবন।

#কালবেলা
লেখা -অনুপমা আজিজ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।