দুষ্ট ইঁদুর
- আব্দুস সাত্তার সুমন ১৪-০৯-২০২৪

দুষ্টু ইঁদুর দুষ্টু ইঁদুর
চঞ্চলতা ভারি,
ক্ষুদ্র তাহার জীবন গতি
গর্তে বসতবাড়ি।

তীক্ষ্ণ বাহার দাঁতের মাড়ি
কেটে কুচি কুচি,
যেটা পাবে সেটা খাবে
বড্ড তাদের রুচি।

বীর সেনানির মত করে
ধ্বংস করে সাভার,
ওদের জ্বালায় লুকিয়ে রাখি
আছে যত খাবার।

ক্ষেত খামারে চাকরি করে
দুষ্টু ইঁদুর সচল,
বাড়ি ঘরের দোকানপাটে
বিড়াল ছাড়া অচল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

itssana1
০৫-০৯-২০২৪ ২৩:৩২ মিঃ

বাহ্ বেশ মজার !!