হে যুবতী
- পারভেজ আহমেদ সাগর ১০-১০-২০২৪

চুলগুলো যেন তার বাঁকা নদী,
সারাক্ষণ চেয়ে থাকি নিরবধি,
নীল শাড়ী গায়ে তার চুল খোলা,
দেখলেই হয়ে যাই আলাভোলা,
হাতে কেনো রাখোনা হাত দুটি?
হে যুবতী!

চুলগুলো যেন তার বাঁকা নদী,
সারাক্ষণ চেয়ে থাকি নিরবধি,
নীল শাড়ী গায়ে তার চুল খোলা,
দেখলেই হয়ে যাই আলাভোলা,
হাতে কেনো রাখোনা হাত দুটি?
হে যুবতী!

চোখ দেখে মনে হয় মায়াবিনী,
দূরবীনে দেখি তারে প্রতিদিনি,
রোজ তার সাথে খেলি খুব আড়ি,
সময়ে অসময়ে রোজ উঁকি মারি,

চোখ দেখে মনে হয় মায়াবিনী,
দূরবীনে দেখি তারে প্রতিদিনি,
রোজ তার সাথে খেলি খুব আড়ি,
সময়ে অসময়ে রোজ উঁকি মারি,
কখন যে হবে তার ক্লাসের ছুটি,
হে যুবতী!

চুলগুলো যেন তার বাঁকা নদী,
সারাক্ষণ চেয়ে থাকি নিরবধি,
নীল শাড়ী গায়ে তার চুল খোলা,
দেখলেই হয়ে যাই আলাভোলা,
হাতে কেনো রাখোনা হাত দুটি?
হে যুবতী!

চেহারায় নূর দেয় ঝলকানি,
প্রচন্ড জেদি তুমি তা জানি,
চলনা দুজনে মিলে হারিয়ে যাই,
তুমি ছাড়া মনেতে শান্তি নাই,

চেহারায় নূর দেয় ঝলকানি,
প্রচন্ড জেদি তুমি তা জানি,
চলনা দুজনে মিলে হারিয়ে যাই,
তুমি ছাড়া মনেতে শান্তি নাই,
নুপুর পরাবো, দাও পা দুটি,
হে যুবতী!

চুলগুলো যেন তার বাঁকা নদী,
সারাক্ষণ চেয়ে থাকি নিরবধি,
নীল শাড়ী গায়ে তার চুল খোলা,
দেখলেই হয়ে যাই আলাভোলা,
হাতে কেনো রাখোনা হাত দুটি?
হে যুবতী!

চুলগুলো যেন তার বাঁকা নদী,
সারাক্ষণ চেয়ে থাকি নিরবধি,
নীল শাড়ী গায়ে তার চুল খোলা,
দেখলেই হয়ে যাই আলাভোলা,
হাতে কেনো রাখোনা হাত দুটি?
হে যুবতী!

আমার প্রিয়তমা যে হবে তাকে উৎসর্গ করে লেখা!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।