তুই সাঁঝের বিকেলের চাঁদ
- পারভেজ আহমেদ সাগর ১০-১০-২০২৪

তুই সাঁঝের বিকেলের চাঁদ,
তুই আলো ঝরানো প্রভাত,
তুই বানের জলের ঢেউ,
আমায় আটকাতে পারবেনা কেউ,

তুই সাঁঝের বিকেলের চাঁদ,
তুই আলো ঝরানো প্রভাত,
তুই বানের জলের ঢেউ,
আমায় আটকাতে পারবেনা কেউ,

তুই আমি, আমি তুই,
ভেসে যাই, তোকে ছুঁই,
দেখা দিস, নিরালায়,
তুই হঠাৎ,

তুই শরতের মেঘলা আকাশ,
তুই বসন্তের মিষ্টি সুভাস,
তোর বাতাসে উড়ানো কেশ,
আমি ছোঁয়ে দেবো তোকে বেশ,
ভাবছি তাই, এলি তুই,
কাছে যাই, তোকে ছুঁই,
বাড়িয়ে দিস, হাতটা তোর,
তুই হঠাৎ,

তুই সাদা সিধে এক জন,
তুই কেড়ে নিইয়েছিস এ মন,
আমি চাইছি যে তোকেই খুব,
তুই বুঝে-ও কেনো যে চুপ,
কাছে আয়,পাশে পাই,
বলবো তাই, শুনবি তুই,
আয়না আজ,চুপ করে,
তুই কোথাও,

তুই রাতের আকাশে পরী,
আমি শুধু তোর মায়ায় পরি,
তুই ধরে বস আমার এ হাত,
আমি কাটিয়ে দেবো যে রাত,
কল্পনার, প্রিয় চোখ,
স্বপ্নেরা, সত্যি হউক,
চলে আয় বাস্তবে, তুই আমার,

তুই সাঁঝের বিকেলের চাঁদ,
তুই আলো ঝারানো প্রভাত,
তুই বানের জলের ঢেউ,
আমায় আটকাতে পারবেনা কেউ।

একটা আধুনিক রোমান্টিক গানের লিরিক
রচনাকাল :
১৬-৯-২০২৪
[সময় :৪.৩০]

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।