লক্ষ্য
- কবি ইমদাদ শাহ্ ১১-১১-২০২৪
লক্ষ্য মোদের বাঁধন হারা বিশ্ব ডাগরে
মানব তরে মুমূর্ষুরে সেবিতে অকাতরে
বিস্মৃতির দ্বার দুঃসহ একটু একটু মেলে
সবাই মোদের আপন জন মোরা সবার ছেলে
দুখের রাজ্যে এসেছি মোরা সুখের পরশ দিতে
বিশ্বটাকে মায়ের মত আপন করে নিতে
লক্ষ্য মোদের দিচ্ছে অভয় দিচ্ছে প্রাণের পর
হঠাৎ আবার মেলেছে ডানা বেধেছে বুকে ঘর
লক্ষ্য ধ্যানে লক্ষ্য প্রাণে লক্ষ্য গানে গানে
লক্ষ্যটাকে বাছিয়েছিনু অদম্য দুই নয়নে
লক্ষ্য নিলুম পাখির মত আকাশেতে উড়তে
ভ্রমর হয়ে ফুলে ফুলে গা ভাসিয়ে চড়তে
নদীর মত কলকলিয়ে সাগর পানে ছুটতে
আকাশ যেমন বিড়াট হয়ে মুক্ত মনে ঘুরতে
সুখ নকশাল পাতাল লোকের অজানাকে দেখতে
পাহাড়ের ঐ উচু ঢালের চূড়াটিকে ছূতে
লক্ষ্য মোদের শীতল হয়ে নদীর বাকে ঘুরতে
মরুর বুকে উট হয়ে রৌদ্র স্নানে চড়তে
লক্ষ্য মোদের দিচ্ছে যে ভাই বায়ূর মত ধ্বনি
উদ্যমী হয়ে অমর হবার বজ্র সম বর্ণি
আবার অরুণরাঙা লোহিত কোন প্রাতে
তারার মত কেপে কেপে মিটিমিটি জলতে
জন্ম পরে লক্ষ্য ধরে সমন্বয়ে গড়তে
কর্মী হয়ে ধ্যানী হয়ে বীরের মতো লড়তে
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।