মানুষ
- হাসান জামান ১১-১১-২০২৪

মাছ খায় গাছ খায় লতা পাতা যা পায়
মুরগী খায় ডিম খায় টক ঝাল ক্রিম খায়
ফুল খায় ফল খায় জমিনের জল খায়
জমি বাড়ি ঘর চায় সুন্দর বর চায়।
ছাগলের ঠ্যাং খায় কেঁচো সাপ ব্যাঙ খায়
বড়ো বাবু কলা খায় ছোটো কান মলা খায়
তবু তার বায়না আকাশের চাঁদ চায়
ডানা পেলে হেসে খেলে পাখি হয়ে উড়ে যায়!
নিজ ঘরে আলো চায় অপরের কালো চায়
গোলা ভরা ধান চায় সুমধুর গান চায়
অপার আকাশ চায় শীতল বাতাস চায়
জল ভরা নদী চায় ক্ষমতার গদী চায়।
সুগন্ধি ফুল চায় স্বর্নের দুল চায়
বুক ভরা আশা চায় স্নেহ ভালোবাসা চায়
ভালোবাসা পেলে মোমের মতন গলে যায়।
তর তাজা প্রাণ চায় মান সম্মান চায়
আয়ু চায় বায়ু চায় চিরকাল শ্বাস চায়
ঘড়ির কাঁটা একদিন হঠাৎ থমকে দাঁড়ায়!

007

Like

10 comments

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।