খুকুমণির দাঁত
- পারভেজ আহমেদ সাগর ১০-১০-২০২৪
কে নিয়েছে কে নিয়েছ
খুকুমণির দাঁত,
দাঁত হারিয়ে খুকুমণির
কেঁদে কাটে রাত,
পাচ্ছে না সে খেতে কিছু
আজ দুদিন হলো,
দাঁতের ব্যথায় খুকুমণির
প্রাণটা বুঝি গেলো।
আমরা সবাই যাচ্ছি তবে
আনবো খুকুর দাঁত,
যে নিয়েছে ধরবো তাকে
ভেঙ্গে দিবো হাত,
যাবো সবাই পাখির কাছে
দেখবো বাসা খুঁজে,
রাখতে পারে চরুই পাখি
বাসার মাঝে গুঁজে,
কাকটা নিয়ে যেতে পারে
ভেবে হীরার টুকরো,
খড়ের সাথে চিবাতে পারে
গোয়ালের ঘোড়া-গরু,
রাক্ষসেরাও নিতে পারে
দাঁতটা করে চুরি,
আনবো দাঁতটা সবাই মিলে
গিয়ে পাতালপুরী।
বনজঙ্গল কোনো জায়গা
রাখবো নাকো বাদ,
আকাশ-পাতাল খুঁজে হলেও
ফিরিয়ে আনবো দাঁত।
খুকুকে নিয়ে গেলাম শেষে
ইঁদুরের এক গর্তে ,
দাঁত নিয়েছে ইঁদুর মশাই
দিবে একটা শর্তে,
কান্নাকাটি থামাতে হবে
খেতে হবে ভাত!
তবেই ইঁদুর খুকুর হাতে
দিয়ে দিবে দাঁত।
মুচকি হেঁসে বললো খুকু
মানবো আমি সব,
খুকুমণি চোখ বুঝতেই
দাঁতটা পরলো টপ!
চারদিকে তাই খুশির জোয়ার
খুকুমণি খায় ভাত,
মুষ্টি খুলে দেখে বারবার
ফেলে দেয়া দাঁত!
রচনাকাল :
২০-৯-২০২৪
রাত:-২:৫০
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।