মনুষ্যত্ব
- পারভেজ আহমেদ সাগর ১০-১০-২০২৪

মানুষের মাঝের মনুষ্যত্ববোধটা হারিয়ে যেন শেষে,
এখানে পাইনা সেখানে পাইনা পাইনা সারা বিশ্বে।
কুকুরের কাছে শুধালাম আমি,আছে তোমার কাছে?
ক্ষুধার আহার পাইনা খুঁজে সবইতো মানুষের আছে।
কুকুর ছানা বললো ডেকে ,তাকিয়ে দেখো বিড়াল,
দুয়ারে দুয়ারে ঘুরছে তারা রাত-দিন ও সন্ধ্যা-বিকাল!
গেলাম এবার পাখির কাছে পেরিয়ে গহীন জঙ্গল,
চেঁচামেচি করে বললো তারা , পালনোই হবে মঙ্গল,
ছলে বলে কৌশল করেই আমাদের ধরার ধান্দা,
ধর নিলে সবার ঠাই হবে খাঁচায় ঝুলানো বারান্দা!
হাঁটতে হাঁটতে সমুদ্রে এলাম যেথা ভরা থাকে মাছে,
মাছেরা বলে পালাও সবাই ধরলে ভরে দিবে কাঁচে।
শুধালাম আমি পাখি ও মাছে,পালাচ্ছো কোনো সবে?
বললো তারা, কেটে-রেঁধে খেলেও মুক্ত থাকতে দিবে-
বন্দী জীবন মৃত্যুর চেয়েও বেশি হতাশায় থাকে ভরা,
ভয় লাগে যে তোমাদের কাছে সেধে সেধে দিতে ধরা!
কষ্ট ভরা মনটা নিয়েই দৌড়ে গেলাম বনের ধারে,
বৃক্ষরাজিরা ডেকে বলে তুমি কাটতে এসেছো কারে?
ছিঁড়বে তুমি বিনা কারনে কোন বৃক্ষের কাঁচা পত্র?
ভাঙ্গাতেও পারো ছিঁড়তেও পারো আমরা ইচ্ছার পাত্র,
বিনা করনে পাতা-ডাল ভাঙ্গায় পাই যে কতটা কষ্ট,
তোমরাই কি সেই মানুষ জাতি? সৃষ্টিকুলে যারা শ্রেষ্ঠ!
লজ্জা পেয়ে ফিরছি যখন উত্তর পাওয়ার আাশায়,
নজর তখন চলে গেলো খুব কাছের এক চিড়িয়াখানায়,
কি হেতুতে এসেছি সেথায় জানতে চায় পশু সকল।
শুধিলাম তাদের দিতে কি পারো মনুষ্যত্বের সন্ধান?
খাঁচায় ভরে আঁটকে রেখে করছো আবার অপমান!
মাথা নত করে হাঁটছি আবার, সামনে একটা ফকির,
সাত দিন যাবৎ খাইনি বাবা, রাস্তা ছাড়া নেই নীড়!
বললাম তারে বলতে কি পারেন মনুষ্যত্বটা কোথায়?
আমি এতো বুঝিনা বাবা,দয়া করে যেতে দাও আমায়।
দৌড়ে এসে এক শিশু বাচ্চা বলে ওভাই বাঁচাও মা'রে,
জায়গা-জমির ঝগড়াতো তাই অস্ত্র দেখায় বারেবারে,
আমি বললাম বলতে কি পারিস মনুষ্যত্বটা কোথায়?
চাঁদাবাজের হাতে খুন হওয়া বাবা বলে দিবে তোমায়!
কাঁদতে কাঁদতে সামনে পরে জ্ঞানী লোক এক প্রাচীন,
আগ্রহ নিয়ে জানতে চাইলাম কাদের বলে মনুষ্যত্বহীন?
যে করে স্বার্থে নীতি খেলাপ,ধর্ম জ্ঞান অর্জনে উদাসীন,
তারা সবাই নামমাত্র মানুষ, প্রকৃতপক্ষে মনুষ্যত্বহীন!
স্রষ্টার সমগ্র সৃষ্টির মাঝেই সয়ং খোদা থাকে বিদ্যমান,
সৃষ্টিকুলকে কষ্ট দেওয়া মানে স্রষ্টাকে করা হয় অপমান,
ধর্ম জ্ঞানেই আছেন খোদা,আছে জীবকুলের সব তত্ত্ব,
দেখা অদেখা সৃষ্টির সেবাতেই লুকিয়ে আছে মনুষ্যত্ব।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।