পিপীলিকা
- আব্দুস সাত্তার সুমন ১১-১০-২০২৪

কর্মঠ এক বিশাল সেনা
পিপীলিকার বহর,
শৃঙ্খলাতে বদ্ধ করি
থাকে মাটির গহর।

মিলেমিশে চলে তারা
কাজ করে ধীরে,
টিকে আছে কোটি বছর
কীটপতঙ্গের ভিড়ে।

গরমকালে খাবার যোগায়
একই সাথে থাকে,
দুর্যোগ এলে মোকাবেলায়
নামে ঝাকে ঝাকে।

কারিগরি রাষ্ট্র গঠন
প্রাচীন যুগের প্রথা,
বলা আছে মহা গ্রন্থে
পিপীলিকার কথা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২১-০৯-২০২৪ ০৩:৪৮ মিঃ

চমৎকার লেখা। মুগ্ধ হলাম।