রোদ
- কবি ইমদাদ শাহ্ ১১-১১-২০২৪

রোদ ঝরে নির্ঝর নিঝঝুম দুপুরে
খর তাপে যৌবন গেল কোন সুদূরে
ঝলকে ঝলকে আকাশ কাপে বার বার
তলে তার নাহিবার নাই কোন জলাধার
পূবেকার স্মৃতিটুকু ছাপিয়ে সারা কুল
খর তাপে ফুটে লাল ফুল লাল ফুল
ধূধূ মাখা বালিয়ারি দিগন্তের পথ ঘাট
মাথা ঘুরে পথিকের চোখে মুখে বিভ্রাট
আলাবোলা হাসগুলো নাইছে পুকুরে
গলা ফেটে চিতকার করছে কুকুরে
ঘাম ঝরেছে ধর ধর স্তব্ধ দিনরাত
পিপাসার যাত্রি যেন ধূঙ্ঘট প্রপাত
মাথার উপর সূর্য জলছে তেজ দাহে
মৃদু মধু বায়ূ স্বর্গ বুনিছে বায়ে বায়ে
রোধ পরেছে ঘোমটা আড়ে লুকোয় সবকিছু
পৃথ্বির প্রাণীগুলো যেন নিয়েছে ছায়ার পিছু
প্লাবন নেমেছে খরতাপে টগবগায় মাথা
ছায়া মায়া গ্লানী তাই আকূল তলার ছাতা
তাপে কায়ে বেধে গেছে মহাময়ী যুদ্ধ
জলে পুরে সেকে বেকে হবে কি শুদ্ধ
বীজ বালি চারাগুলি জলছে কখন
চৌচির পদতল কৃষাণের সপন
উৎসবে সেজেছে আজিকার মহাকাল
পৃথ্বীর দিকবিদিক ছেয়ে গেছে পুরে ঢাল

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।