আমরা পাপী অধম মানব
- পারভেজ আহমেদ সাগর ১০-১০-২০২৪
আমরা পাপী অধম মানব
তুমি খোদা নিরাকার
তোমার কথায় সৃষ্টি হলো
সাত আসমান আর দুনিয়ায়।
আমরা পাপী অধম মানব।
গ্রহরা সব ঝুলে থাকে,
অসীমের ঐ শূন্যতায়,
কোটি কোটি নক্ষত্রেরা,
জ্বলছে যে তোমার কথায় -
আমরা পাপী অধম মানব,
তুমি খোদা নিরাকার,
তোমার কথায় সৃষ্টি হলো,
আসমান আর এই দুনিয়ায়,
আমরা পাপী অধম মানব।
সৃষ্টিরা সব সিজদাহ্ করে,
যখন যাহার মনে চায়,
আকাশ পাতাল মুখরিত,
খোদা তোমার প্রশংসায়-
আমরা পাপী অধম মানব,
তুমি খোদা নিরাকার,
তোমার কথায় সৃষ্টি হলো,
সাত আসমান আর দুনিয়ায়,
আমরা পাপী অধম মানব।
জান্নাতের সব নাজ নিয়ামত,
দিবে তুমি উপহার,
বাড়ি গাড়ি পরে রবে,
পরে রবে জগত সংসার,
আমরা পাপী অধম মানব।
মাটির দেহ মাটি খাবে,
কবরের গহীন ঘরে,
পোকামাকড় বাঁধবে বাসা,
দেহের বক্ষ পিঞ্জরে -
আমরা পাপী অধম মানব,
তুমি খোদা নিরাকার,
তোমার কথায় সৃষ্টি হলো,
সাত আসমান আর দুনিয়ায়।
প্রকাশকাল :২৬-৯-২৪
সময়:৮:০০
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।