আজান
- পারভেজ আহমেদ সাগর ১০-১০-২০২৪
আজানের সুমধুর ধ্বনিতে
মুখরিত চারদিক ।
মন ভরে যায় শান্তিতে,
বন্ধ হয় কোলাহল-কলরব,
সবাই শুনে খুব নীরবে,
সুরেলা কথাগুলো অলীক!
সব স্বর্গ থেকে আসা
খোদার দূতের দেওয়া খবর।
যিনি মর্ত্যে পাঠিয়েছেন ,
অসীম ক্ষমতাসীন নিরাকার,
সবিকিছু তারই অধীনে,
দিতে পারেন সমগ্র সৃষ্টির কবর!
মহান সত্তার প্রশংসার আওয়াজ
প্রতি মুহূর্তে বাজে চারপাশ।
জুড়িয়ে যায় মন-প্রাণ,
পবিত্রতার স্বাক্ষী দেয় সাগর ,
সৃষ্টিকুল সিজদায় লুটায়,
খোদার প্রশংসায় স্বয়ং আকাশ।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।