শিরোনামহীন মানুষ
- হাসান জামান ১১-১১-২০২৪

রাত্রি গভীর হলেই জ্বলে ওঠে দুটো চোখ
বিড়ালের মতো, অন্ধকার স্টেশনে!
গহীন অন্ধকার! নোংরা প্লাটফর্মে শুয়ে আছে
ছিন্নমুল শত মানুষ ইতস্তত ছড়ানো ছিটানো
জীবন যুদ্ধে পরাজিত কালের গ্রাফিতি!
আগাছার মতো বেড়ে ওঠা চিন্তার ডালপালা
ঘোর পাক খেতে খেতে দুচোখের ঘুম কেড়ে খায়
শিরোনামহীন মানুষ স্বপ্ন দ্যাখে সুদিনের প্রতীক্ষায়।
পরানের গহীনে উঠে আসে সবুজ শৈশব
স্মৃতির অতলে ডুবে খুঁজি প্রিয়মুখ।
যে আমায় নিতে চায় শরতের ঝুম বৃষ্টিতে!
কতটা সময় পেরুলে পাল্টে যায় কালের কলস!
ক্ষুধায় কাতর মানুষ খোঁজে বাসি খাবার!
আর কতো রক্তের বন্যা হলে ফুটবে রঙিন গোলাপ!
আজ আন্দোলনে উত্তাল ছিল শহরে পড়ুয়া ছেলেমেয়েরা, বুলেট বৃষ্টি টিয়ার গ্যাসের তপ্ত উনুনে।
বৈষম্যহীন পৃথিবীর স্বপ্নে বিভোর ওদের দুচোখ! এলিটেরা ব্যাংক বীমা লুট করে উড়ছে আকাশে লুকিয়েছে পাতালে মুখোশ পরে।
নির্ঘুম চোখ বেড়ালের মত জ্বলে অন্ধরাতে
জেগে থাকি নিসংগ সারারাত ইঁদুরের উৎপাতে!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।