বীরের দেশ
- পারভেজ আহমেদ সাগর ১০-১০-২০২৪

এই দেশটা বাঙ্গালীর ঘাঁটি
যার প্রতি ইঞ্চি মাটি খাঁটি,
মায়ের ভষাটা রক্তে কেনা
তা খোয়া যেতে দিবো না।
উনিশশো একাত্তর সালে
লাশেরা ভেসে ছিল জলে,
স্থলে পরে ছিল রক্ত-মাংস
হায়েনার ছিল খুব হিংস্র।
মায়েরা ঝুলে ছিলো ডালে
তাদের ইজ্জত খেতো খলে,
রক্ত চুষে বানাতো নির্জাস
সবে ছিলো দৈত্যদের দাস।
বাচ্চা শিশুরাও বাদ যায়নি
যারা মায়ের চোখের মণি,
বুলেটে উড়িয়ে দিতো বুক
ঝরে পরতো অসংখ্য মুখ।
সব দামাল ছেড়েছিল ঘর
পরিবারের নেয়নি খবর,
সম্পদ খেতো রাজাকার
ধ্বংস হতো সব পরিবার।
তারা একাত্তরের দালাল
কুকুরের ঘরের আলাল,
বীরেরা জয় করেছে দেশ
এই বিদ্রোহী বাঙালী বেশ।
তারা গর্জে ছিলো আাবার
সেই নব্বইের স্বৈর সরকার,
গণআন্দোলনের ছিল বেগ
বাধ্য হয়ে করেন পদত্যাগ।
সে ঘটনাই ঘটালো আবার
অবৈধ ডিজিটাল সরকার,
বি এন পি -শিবির -জামাত
ছাত্র-জনতা মিলালো হাত।
শ্রমিক ও অবিভাবক সকল
সংসদটা করে নিলো দখল,
এক ঘন্টাও পেলোনা সময়
জেগে ছিলো জীবনের ভয়।
পেলো না খেতে সব রান্না
তার শেষ কথা হলোনা বলা,
শেষে কার্গো বিমানে করেই
চলে যেতে হলো আগরতলা।
আমরা বাঙ্গালী বীর বাহাদুর
মাঝ দরিয়ায় কাটি সাঁতার,
দেশকে বিকিয়ে দিতে চাইলে
আমরা গর্জে উঠবো আবার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।