অবাঞ্চিত
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪

এখন আমি তোমার কাছে নিষিদ্ধ কবিতা
যার প্রতিটি শব্দ অবাঞ্চিত প্রেমিকের মত
যার প্রতিটি চরণ কর্দমাক্তে নিষ্পেষিত ঝড়াপাতা
যার অক্ষরবৃত্ত তোমার কাছে নিষ্প্রয়োজন
আর মাত্রাবৃত্ত? তোমার জন্য অমার্জনীয়।
একবিতার শিরোনামের হেঁয়ালী তোমার ভিষণ অপরাধ
এখন এ কবিতার স্পর্শ ক্ষমার অযোগ্য পাপ
আর তোমার চোখে দেখা জাহান্নামের সর্বনিম্ন স্তর
যার সারমর্ম আত্মস্থ করা সময়ের অবমূল্যায়ন
কিন্তু
এ কবিতাই তোমার কাছে ছিল রঙ্গিন স্বপন
ছিল সকালের সূর্য, গোধূলী বেলার একমাত্র পথের দিশা।
ভাবলেই
হৃদয়টা সিডর সাইক্লোনের মত নাড়া দিয়ে যায়
তবুও তুমি আজও এ কবিতার এক মাত্র মূলভাব।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।