বসন্তের পেয়ালায় নীলাভ কালকুট
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪
বলা হয়েছিলো শাশ্বত আমাদের প্রেম- অমরত্ম পাবে
সন্মুখে আমাদের কিউপিটের তীর, যুদ্ধদেবতা এবং এমপি সাহেব
রকল্যান্ডে তুমি এবং আমি, দু’জনেই উন্মাদ- একে অপরের জন্য
পেছনে অর্থবিত্ত, সন্মুখে পেয়ালা বিষের, মাথার উপর-
আরোহিত বিষাদ রাষ্ট্রের মহাসভা, পদতলে মৃত্যু আমাদের
লালবর্ণ ধারণ করে আছে, বেঁচে থাকার মতো সফেদ বিশ্বাস
এখানেও আমি অপদার্থ কবি! মারমুখি স্বভাব শান্ত করার মতো অভিজাত নই
নীল চিরকুটে লেখা আমাদের ভবিষৎ, বিচ্ছেদ এবং নীল বর্ণের কালকুট
লাশের গন্ধপাই, জীবিত লাশ; যেহেতু আঘাত এড়ানোর সক্ষমতা নেই
ভরা পূর্ণিমায় আমাদের জোৎস্না দেখার সময় নেই- ভাগ্যকে নির্ভর করা যেতে পারে
কালো অক্ষরে আলোর গান লিখে কবি হওয়া যায়- প্রেমিক কিংবা পুরুষ নয় জানি
লম্বা চাদরে কুয়াশা মোড়ানো সম্ভব- অন্ধকার নয় তাও জানি; অতঃপর
কুটির দরোজায় এসে নির্বোধের বচন না হয়, এ আমাদের প্রেম নয়- আবেগ ভয় হয়- যেহেতু, যখন
টর্পেডোর আঘাতে নেমে আসে বিপদের ভ্রূণ- বসন্তের পেয়ালায় নেমে আসে নীলাভ কালকুট
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।