খবর
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪

বলেছিলাম আগষ্ট বড়ই শোকের মাস!
সকালে বুক পকেটে কালোব্যাজ, দুপুরে ভূরিভোজ;
রাতে পানশালা-আমাদের শোক দিবসের কর্মশালা
অথচ শোক পাইনা শক্তি পাই এবং একবেলা খিচুড়িও,
যারা সেদিন গালি দিয়েছিলো আমার মাতলামো দেখে
আজ তারা ক্রিকেটে উল্লাস কোরেছে হাততালি দিয়ে।
যেমনটা উল্লাস হয়েছিলো বন্ধু দিবস -
কবি গুরুর প্রয়াণ দিবসে,
এবং হিরোসিমা - নাগাসাকিতে মৃত্যুর হাহাকারে।
যেমন আজকের হাহাকার মায়ানমার রোহিঙ্গা গোত্রে।
যুদ্ধছাড়া মুসলিম হত্যা পাপ নয়- পশু হত্যা পাপ সর্বোকালে
যার জন্য নোবেল দেওয়া হয় শান্তিতে,
বুদ্ধদেবের উত্তরসূরী সূচিও ভুষিত হয় শান্তিলতায়।
জাতিসংঘ কনডমে আবদ্ধ শান্তিলতার সঙ্গোমে
ওআইসি পতিতালয়ে সর্গের হুর সঙ্গোমে আতুরাশ্রমে।
যেমন জীবনের পরাজয়ে আবদুল জব্বারের প্রয়াণ উল্লাস-
ক্রিকেট মাঠ, টিভিসেট এবং পত্রিকার প্রথম পাতায়।
বড়ই নির্লজ্জ বলে গর্ব করে বলতে হয়-
'প্রতিদিন কত খবর বয়ে যায় কাগজের পাতা ভরে
নতুন পাতার কত যে খবর রয়ে যায় অগোচরে'।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।