হাঁট
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪

আগামীকাল হাঁট বসবে শাহবাগ মোড়ে
মেলোনিয়ার পোষাক নিলাম হবে পাজেরোর বিনিময়ে
রোমেলার সতীত্ব বিক্রি হবে চাল কিনতে-
মদের বিনিময়ে কবির পান্ডুলীপি,
বুদ্ধিজীবির মাথা বিক্রি হবে রাষ্ট্রের বিনিময়ে।
তারপর-
তারপর পত্রিকার শিরোনাম হবে
সাহসী সাংবাদিকের ক্যামেরা চুরি রোমেলার ঘর থেকে।
||

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।