ভেল্কিবাজি
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪

হরেক রকম ভেল্কিবাজি শহর-নগর বন্দরে
চুপিসারে ভেল্কিবাজি আবার সাধুর ভান ধরে,
মাছের বাজার ভেল্কিবাজি ফরমালিনে তরতাজা
আলু, পটল- তরকারীতো সার ঔষদে খাস রাজা।
চালের বাজার ভেল্কিবাজি বেজায় চড়া দাম মেরে
ওষুদ-পত্রে ভেল্কিবাজি দামি ব্রান্ডের নাম মেরে,
ভেজাল রোধে কর্তৃপক্ষ ভেল্কি দ্যাখায় ঘুষ মেরে
ভেল্কি বোধে দারুন পক্ক থানা পুলিশ ঠুস মেরে।
মহাসড়কে ভেল্কিবাজি দিনে দিনে গোরখুঁড়ে
সিটিং বাসে ভেল্কিবাজি ফিটিং মারে ড্রাইভারে,
জানালা-কপাট বন্ধ তবু অর্থ লোপাট ব্যাংকেতে
ভেল্কিবাজি দ্যাখায় যারা- তারাই বড় র‍্যাংকেতে।
হাওর কাঁদে ভেল্কিবাজের -পরে নতুন ফাপ্পরে
হাওরবাসীর ত্রানসামগ্রি দালাল লুটের খপ্পরে,
মরার উপর খাড়ার ঘা'টা বাড়ছে বৈকি কমছে না
ভেল্কিবাজের ভেল্কিবাজি কোনো মতেই দমছেনা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।