হিতে বিপরীত
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪
পৃথিবীর মানচিত্র আঁকতে গিয়ে-
কষ্টে যেন মানচিত্রেই মলমূত্র ত্যাগ না করি
বলছি প্রেমিকের ভালোবাসার কথা-
না পাওয়ার বেদনায় নিলামে তুলি প্রেমিকের দেয়া উপহার
দেশলাই কিনে এনে সিগারেট জ্বালাতে গিয়ে
নিজেকেই জ্বালিয়ে দেই কোটি বার
শুভ্রচুমুর পরিবর্তে প্রেমিকার বুকে
ছড়িয়ে দেই দীর্ঘস্থায়ী দীর্ঘশ্বাস
কালো গোলাপ, পানশালা আর ব্রোথেলকেই
বেছে নেই ভ্যালেনটাইন হিসেবে
বলছি একজন বোদ্ধা কবির কথা-
কবিতার পঙক্তিমালায় যতক্ষণ না উঠে আসে ঈশ্বরের বদনাম
ততক্ষণে পূর্ণতা পায়না কবিতা
কবিতার শহরে কেন যেন প্রকৃতি দেখা যায়না
কবির চোখ দেখতে পায়
প্রেমিকার নগ্ন স্তন, পরস্ত্রীর যোনি কতটা প্রশস্থ হয়েছে
এবং তাও পরিমাপ করা হয় কি-বোর্ডের মাউস দ্বারা
আর আমরা কবিতা লিখতে গিয়ে দেখি
কবিতাই লিখে ফেলেছে আমাদের দুঃভাগ্য
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।