দ্রোহী হয়ে উঠি
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪

আমরা দ্রোহী হয়ে উঠি; দরজায় খিল এঁটে
কবিতার রণাঙ্গনে; আবেগাপ্লুত হই
হৃদয় ভারাক্রান্ত করে তুলি- খুন হলে
খুন হতে চাইনা
বিভৎস লাগে- মর্গের কাটাছেঁড়া
যমদূতের কাছে অবনত করি- মৃত্যুকে
দাবি আদায়ে আমরণ অনশন করি
প্রেসক্লাব- শাহবাগে
আমরা বিদ্রোহী- বীরের জাতি
ঘাতকের ব্যাগে ধর্মের তরবারী
সভ্যতার হাতে শাখের করাত
উপাসনালয়ে শান্তির বানী
মায়ের মুখে- শান্তির মায়ের মৃত্যুর সংবাদ
অথচ
সত্য-সুন্দর-সততার পথ
বড়ই কণ্টকময়- তবে
অবশেষে হলেও হয়েছে- হবেই
সুনিশ্চিত বিজয়- সত্যটাই চিরসত্য

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।