ঋণ
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪
আমাকে একজন পাওনাদার ফোন করে রোজ
কেমন আছি, কেমনে বাঁচি
চলছে কেমন- নিয়ম করে প্রত্যহ নেয় খোঁজ
এই মূহুর্তে আমার অনেক টাকা দরকার
তাহলে ইনকাম ট্যাক্সের লোকের সাথে সখ্যতা হতো
পুলিশের সাথে বন্ধুত্ব
চাঁদা দাবি করা মাস্তানদের সাথে শত্রুতা
চাঁদা না দেয়ার অপরাধে-
তারা আমার পেটে ছুরি বসিয়ে দিতো
এবং আমি মুক্তি পেতাম একজন পাওনাদার থেকে।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।