টর্পেডোর আঘাতে বিপদের ভ্রূণ
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪

টর্পেডো মূলত সেই চুরুট অথবা ভালোবাসা যা উন্মাদ বহন করে-
নিঃসঙ্গতা থেকে সঙ্গতা পূনরায় নিঃসঙ্গতা পর্যন্ত
টর্পেডো মূলত সেই সামুদ্রিক প্রাণি অথবা প্রেম যার স্পর্শ পেতে-
মস্তিকে শক অবধি অপেক্ষা করে জীবিত কয়েদি; জেনে অথবা না জেনে
পৃথিবীর সঠিক ওজন মাপতে গিয়ে একজন প্রেমিক আবিস্কার করে বিপদের ভ্রূণ
ভ্রূণ থেকে মানুষ অতঃপর কাপুরুষে পরিনত হয়ে মারা যায়- জীবিতরা ডোম হতে পারে
শ্যারনের গতিপথে তুমি এবং আমি যা বহন করে চলি- স্বপ্ন, স্পর্শ, শরীর, ভাবনার বিনির্মান
আলৌকিক মূর্ছনা, মানসিক ক্লেশ, সংযত উন্মাদনা, জাগতিক উৎফুল্লতা ; এগুলো সব ভ্রমন
ঘোর অমানিশায় উজ্জল হয়ে ওঠা আমাদের উষ্ণতম শরীর- ব্যকুলতা ছিলো
লোডশেডিং শেষে আলো আসে আবার লোডশেডিং এর প্রতিক্ষায়, যেহেতু আমরা ধনী নই-
জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা এবং প্রেমে; আঘাত সহ্য করার মতো মানসিকতা নেই আমাদের
নিজেকে হত্যা করার মানসিকতায় তৈরি ছিলো শাশ্বত প্রেম শিরোনামে-অথেলো অধ্যায়ন কোরে
প্রেমে জয়ী হবার অপরাধে ভালোবাসাকে নিঃশেষ করে দেয়া হয়- একে সেকরিফাইস বলে (?)
রুদ্ধ দরোজা ভেদ করে তুলে আনা হয় বিস্মৃত ইতিহাস- একে অপরের চৌদ্দগোষ্ঠি উদ্ধারে
নিজেকে জল্লাদ হতে উজ্জল কোরে তুলি শুভ্রতার বিপরীত ভালোবাসায় অতঃপর
ভালোবাসার আঘাতে সৃষ্টি হয় বিপদের ভ্রূণ যেহেতু প্রেমে সুখকে অস্বীকার করা যায় দুঃখকে তিরষ্কার

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।