অভিনয়
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪

কালের আবর্তন আর অত্যাধুনিকাতায়
বিলীন প্রায় বাস্তবতার প্রতিচ্ছবি
সেখানে কেউ পৃথিবীটাকে রঙ্গমঞ্চ করেই
বসবাসের উপযুক্ত করে তুলেছে।
বিনোদনের সাথে আস্বাদন করছে মোহমায়া
আস্বাদন করছে মেকি ভালবাসার স্বাধ।
উপভোগ করছে বিনিদ্র রজনীর মিষ্টি যন্ত্রনা
ভোরের আলো আর শিশিরস্নাত সকাল।
সেখানে তুমি আমি দুজনেই পারদর্শী অভিনেতা
তুমি ভালবাসার আমি ভাল থাকার।
তুমি কষ্টের আমি সুখ স্বাচ্ছন্দ্যের
অভিনয়ে তুমি শ্রেষ্ঠ কান্নাড়ি আমি হাসির রাজা
অবশেষে অভিনয়ে পোক্ত আমাদের অনুরাগ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।