উপকরণ
- সমুদ্র শাঁচি ১১-১০-২০২৪

হাসলে যখন কবিতা ঝরে পড়ে- যুদ্ধে যাবার কি দরকার?
সঙ্গোমেই যখন মানুষের সৃষ্টি - বিপ্লবীদের ছেড়ে দেয়া হোক
উন্মাদের রণাঙ্গনে।
কারাগার পড়ে থাকুক পানশালার মৃত আত্মাদের ভ্রমনবিলাসে
যারা লেলিনবাদে বিশ্বাসী তারাও যুক্তহোক সৈরাচারে অথবা রাজাকার দলে
আর পুঁজিবাদ? তথ্য মন্ত্রনালয় অধ্যায়ন কোরেই পড়ে দেখুন
কবির লাশটি গলিত না হলে পরীক্ষাগারে নিয়ে যাচাইকরে নিও
আগে নিকোটিন মুক্ত করেও দেখতে পারো।
অথবা যদি পোড়ানো হয়- ছাইগুলো যদি বাতাসে না মেশে
মহামান্য রাষ্ট্রের কুকুরকে দিয়েদিও - যুধিষ্ঠির যাতে টের না পায়।
বাকি কথাগুলো মর্গের জন্য তোলা থাক- চিকিৎসাবিদের শিক্ষা উপকরণে কাজে দেবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩০-০৯-২০২৪ ০১:৫১ মিঃ

বাহ্ বেশ চমৎকার লিখেছেন প্রিয়

সমুদ্র শাঁচি
৩০-০৯-২০২৪ ১৩:৩০ মিঃ

আন্তরিক ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা সুহৃদ❣️