নিয়মতান্ত্রিক অনিয়ম
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪

প্রত্যুষে বিছানা ত্যাগ এবং রাত গভীর হওয়ার পূর্বে ঘুমের ঘোরে মগ্ন থাকার মাঝে নিয়ম খুঁজে পাইনা
নিয়ম বলতে আমি নিয়মতান্ত্রিক অনিয়মকেই বুঝি
যেমন খুন হলে মর্গ, ডোম এবং গোয়েন্দাগিরি
শোক দিবসে সকালে বুকপকেটে কালোব্যাজ
দুপুরে ভুরিবোজ এবং রাতে পানশালা।
প্রেসক্লাবে মানববন্ধন, শাহবাগে আন্দোলন এবং রাতে টকশো
পরদিন সকালে পত্রিকায় ছবি প্রকাশ না হওয়া পর্যন্ত।
আমি নিয়ম বলতে -মাতলামোটাই বেছে নেই
বাকিগুলো নিয়মতান্ত্রিক অনিয়ম।
যেমন শুক্রবারে ভিক্ষুককে ভিক্ষা দেয়া।
ঈদ এলে যাকাত ফেতরা।
আজকাল শাহবাগে নৌকা- মতিঝিলে কুমির দেখলে-
অবাক হইনা; রুপকথাও নিয়মের বাইরে নয়।
আইজুদ্দিনের মাথার ঘাম- নূর হোসেনের রক্তের মাঝে
একই রং খুঁজে পাই।
অথচ হৃদয়টা ভারাক্রান্ত হয় সাদায় কালোয় মিলে
ধূসর এলাকাটার ভাবনা মাথায় আসলে।
নিজেকে প্রশ্ন করি নিয়মতান্ত্রিক অনিয়মগুলো
নিয়মতান্ত্রিক নিয়ম কি আদৌ হবেনা?
আপনিও প্রশ্ন করে দেখতে পারেন!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।