আগস্ট বিপ্লব ২০২৪
- হাসান জামান ১১-১০-২০২৪
আগষ্ট বিপ্লব ২০২৪
হাজার রাতের দুঃশাসন
ভাঙার ছিলো মৃত্যুপণ-
লেফট রাইটে কম্পমান
রাজধানী ছিলো রণাঙ্গন!
নগরী জুড়ে দাবানল শিখা
মিছিল তবু আসছিলো
বুলেট বোমায় লক্ষপ্রাণ
রক্ত জোয়ারে ভাসছিলো!
বখতিয়ারের ঘোড়সোয়ার
নামে রাজপথে জনজোয়ার
রক্ত পিপাসু স্বৈরাচার
পালায় খিড়কি খুলে দুয়ার!
বিপ্লব ছিলো তরুণের হাতে
সাইদেরা ছিলো মৃত্যুহীন
মায়েরা ছিলো অগ্নি গর্ভ
কি দিয়ে ওদের শুধবে ঋণ ?
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।