গোধূলি বেলার অপক্ষায়
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪

তোমার শহরে যখন জলাবদ্ধতা বেড়ে যাবে
চলে এসো আমার দু ইঞ্চি শহরে
ঢুকে পড়ো আমার দেহে
আমার মস্তিষ্কে- মননে।
তোমার রাষ্ট্র যখন নিষিদ্ধ করবে তোমার সৌন্দর্য
চশমাটা খসে যাবে চোখ থেকে
বয়সের ভারে নুয়ে পড়বে দেহ- চলে এসো।
যখন তোমার পৃথিবীতে সূর্যের রং ধূসর হয়ে যাবে
মানবশূন্য মনে হবে তোমার গোধূলি বেলা
চুল পেকে যাবে- আলোহীন হবে মধ্য দুপুর বেলা
তখন নাহয় চলে এসো।
যখন তোমাতে শুরু হবে সমুদ্রের অস্থির বালিয়াড়ি
অসীম শূন্যতা, সঙ্গহীন অথবা অভিশপ্ত কালোরাত
যখন বাড়িয়ে দিলেও কেহ ধরবে না হাত।
চলে এসো।
যখন তোমার অসীম চাওয়া চাতকিনী রুপ নেবে
সামনে চলে আসবে তোমার কিশোরী দস্যিপনা
গোধূলীর স্মৃতি, সকালের শীতসূর্যের আভা
চলে এসো।
যখন তোমার জন্য প্রতিক্ষার প্রহর কেটে যাবে
কেটে যাবে বসন্তের সুখ, বৈশাখি মেলা, কবিতার প্রহর
যখন পুরোনো হবে পত্রিকার রাশিফল
অথবা জন্মদিনের উপহার ক্ষয়ে গেলে।
চলে এসো।
বয়স বেড়ে গেলে পৃথিবীর ওজন বৃদ্ধি পায়
প্রতিক্ষায় থাকা প্রেমিক পৃথিবীর ওজন দেখতে পায়না

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।