দুটানা ভালবাসা
- পারভেজ আহমেদ সাগর ১০-১০-২০২৪

প্রেমিকাটা ভালোই ছিলো
হঠাৎ দিলো আড়ি,
জানিনা ভাই কার হাত ধরে
ছেড়ে দিলো বাড়ি,
চোখে চোখ আর রাখা হয় না
হয়না কাড়াকাড়ি,
রেখে দিবো নবীজীর সুন্নত
লম্বা লম্বা দাড়ি।
কবে আবার শুনবো আমি
প্রাণের পাখি ফুড়ুৎ,
আমার হাতটা ধরবে কেমনে?
নেই যে তার মুরুদ,
ভয়ে কাঁপে থরথর করে
দেখলে আমার চোখ,
কথা শুনলে হার্টফেল করে
হতেও পারে স্টোক!
চিনলে তোমায় হতেও পারে
হয়তো চক্ষু মিলন,
শেষে তোমায় দেখেছি কবে
ভেবে পাচ্ছে না মন,
হলুদ পরা বহুজন দেখেছি
লাগছে কনফিউশান,
ছোট সময়ের ছবি দেখেছি
এখন চিনিনা তেমন !
তোমায় নিয়ে করবো না আর
আমি বাড়াবাড়ি,
ইচ্ছে থাকলেই কথা হতো
হতোনা ছাড়াছাড়ি।
তোমায় নিয়ে কাটতো সময়
ফোনে কথা হতো বেশ,
মন দিয়ে পড়াশোনা হতো
শেষ হতো চিন্তা-ক্লেশ,
সময় তবে নেই বোধহয় আর
বদ অভ্যাস দিচ্ছি ছেড়ে,
ভাবছি আমি ভাল হওয়ার
ক্রেডিট দেবো কারে?
হতে যদি চাও শুধুই আমার
প্রাণের প্রিয় ঘুড়ি,
আমার নাটাইয়ে এড হয়ে যাও
নিয়ে আসবো বাড়ি।
নয়তো হারিয়ে যেতে পারো
অচেনা অজানায়,
আমি তোমায় বউ না বানিয়ে
বানিয়ে নেবো ভাই!
ঠিক আছে তবে ভালো থেকো
শুভকামনা করি,
আমি তেমন ভাল ছেলে নই
তুমিও নও আহামরি।
তুমি চাইলে আমিও রাজি
যে ইচ্ছা বলুক পাঁজি,
না চাইলে আমিও নিজের মত
হারিয়ে যেতে চাই,
যাওয়ার সময় কষ্ট করে একটু
বলে দিও গুড বাই!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।