হৃদয়ের ব্যাকুলতা
- রাজিব চন্দ্র ১১-১০-২০২৪

তুমি আর জেনেছোই বা কতুটকু,
আমার হৃদয়ের ব্যাকুলতা?
আমার শেষ হাসিটুকু দেখে ভেবেছিলে,
এটাই তো আমার সফলতা।

আমার ভেতরটা কখনো আমি,
দেখাতে পারিনি তোমায়।
কেবল বাহিরটুকু দেখে ভেবেছো,
আমি ভাসছি আনন্দ ধারায়।

আর দেখবেই বা কি করে,
আমার ভেতরের রুপ।
অন্ধ যে ছিল তোমার,
ভেতর দেখার চোখ।

কেউ যেন আর দেখেনা কভু,
আমার হৃদয়ের ব্যাকুলতা।
সবাই দেখুক দৃষ্টি মেলে,
আমার বাহিরের সফলতা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।